What is Google Adsence In Bangla

Google AdSense কি এবং কিভাবে কাজ করে?
Google AdSense কি?
এ বিষয় নিয়ে নতুন করে লিখার কিছু নেই, তবে কিভাবে
কাজ করে এ বিষয়টি সবার কাছে পরিষ্কার নয়। এ
পোষ্টটি লিখার আগে আমি বেশ কয়েকবার চিন্তা
করেছিলাম যে, পোষ্টটি লিখব কি না? কারণ Google
AdSense কি এ বিষয় সবাই জানে। তারপরও আমি
প্রাথমিক পর্যায় থেকে শুরু করলাম, কারণ Google AdSense
নিয়ে কয়েকটি Series পোষ্ট লিখব। Google AdSense কি,
কিভাবে কাজ করে, কিভাবে অনুমোদন করতে হয়,
কিভাবে বেশী আয় করা যায় ইত্যাদি বিষয় নিয়ে
ধারাবাহিকভাবে পোষ্ট করব। আশাকরি আমাদের সাথে
যারা থাকবেন তারা Google AdSense বিষয়ে সকল নাড়ী-
ভূড়ী নিয়ে বিস্তারিত জানতে পারবেন।
Google AdSense কি এবং কিভাবে কাজ করে?
অন-লাইন হতে টাকা আয় করার যত প্রন্থা আছে তার
মধ্যে Google AdSense নিঃসন্দেহে সাবার শীর্ষে
অবস্থান করছে। সব ধরনের ব্লগারই তাদের ব্লগে Google
AdSense বিজ্ঞাপন প্রদর্শন করতে চায়। কারণ AdSense এর
আকর্ষণীয় বিজ্ঞাপনের সাইজ এবং ডিজাইনের কারণে
এটিকে সবাই পছন্দ করে। তাছাড়া Google AdSense হতে
অর্জিত টাকা গুগল খুব বিশ্বস্ততার সাথে পরিশোধ করে।
এ সব কারনে Google AdSense সবার শীর্ষে অবস্থান করছে।
Google AdSense কিঃ সবাই নিশ্চয় জাননে যে, Google
AdSense হচ্ছে ইন্টারনেট ভিত্তিক একটি বিজ্ঞাপনী
সংস্থা যেটি গুগল নিজে পরিচালনা করছে। গুগল
বিভিন্ন কোম্পানির কাছে অর্থের বিনিময়ে তাদের
আওতাধীন যত ওয়েবসাইট আছে যেসগুলিতে বিজ্ঞাপন
প্রদর্শন করে আয় করে। গুগল AdSense বিজ্ঞাপন থেকে যত
টাকা আয় করে তার ৬৮ ভাগ টাকাই দিয়ে থাকে
পাবলিশারদের এবং বাকী ৩২ ভাগ টাকা নিজেরা ভোগ
করে। গুগল AdSense সাধারণত বিভিন্ন ধরনের Text এবং
Image আকারে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। এ সব
বিজ্ঞাপনে Per-Click এবং Per-Impression হিসেব করে
পাবলিশারদের টাকা প্রদান করে থাকে। গুগল যত টাকা
উপার্জন করে তার প্রায় ২৭ ভাগ আসে Google AdSense
থেকে।
কিভাবে Google AdSense কাজ করেঃ Google AdSense এর
একটি বিশালাকারে শাখা এবং ডেভেলপার টিম
রয়েছে, যারা প্রতিনিয়ত এটিকে দিনে পর দিন ভাল
অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। গুগল
সাধারণত প্রথমে একটি সাইটের যাবতীয় তথ্য এবং
Cookies সংগ্রহ করে। তারপর বিশেষ পোগ্রামিং এবং
JavaScript এর মাধ্যমে কনটেন্ট এর উপর ডিপেন্ড করে
বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। এ সব বিজ্ঞাপন
পাবলিশারদের দুটি উপায়ে আয় করার সুযোগ দেয়। কিছু
ওয়েবসাইটের জন্য কেবল যারা ঐ সাইটটি অপেন করে
বিজ্ঞাপন দেখে এবং কিছু ওয়েবসাইটে বিজ্ঞাপনে
ক্লিক করার মাধ্যমে রেট ভিত্তিক টাকা প্রদান করে
থাকে। তবে প্রত্যেকটি ব্লগ/ওয়েবসাইটের র্যাংকিং
এর উপর ভিত্তি করে আলাদা আলাদা বিজ্ঞাপন দেখার
এবং ক্লিক রেটও রয়েছে। তাছাড়া বিজ্ঞাপনের সাইজ
ও ধরণ অনুযায়ীও বিজ্ঞাপনের ক্লিক রেট ভিন্ন হয়ে
থাকে।
AdSense বিজ্ঞাপন ভিন্ন হয় কেনঃ আমি আগেই বলেছি
গুগল AdSense এর বিজ্ঞাপন বিশেষ কিছু পোগ্রামিং এর
মাধ্যমে প্রদর্শন করা হয়, যাতেকরে এটি যে কোন
সাইটকেই দেখতে আকর্ষীয় করে তুলে। তাছাড়া এটি
কোন ওয়েবসাইটের লোড টাইমের উপরও কোন প্রভাব
ফেলবে না। যখন কোন ভিজিটর ব্লগের কোন একটি
পোষ্ট ভিজিট করে, তখন সাথে সাথে গুগল AdSense ‍Scripts
সমস্ত পোষ্টের কনটেন্ট স্ক্যান করে নেয় এবং
কনটেন্টের সাথে মিল রেখে বিজ্ঞাপন প্রদর্শন করে।
অধীকন্তু কোন্ দেশ হতে সাইট ভিজিট করা হচ্ছে সেটিও
জেনে নিয়ে ঐ দেশ এবং এলাকা ভিত্তিকও বিজ্ঞাপন
প্রদর্শন করে। যার দরুন দেখা যায় বাংলাদেশ থেকে
ভিজিট করার পর গুগল AdSense বাংলাদেশের সকল
প্রকার বিজ্ঞাপন শো করছে। আপনি যখন কোন সাইট
ভারত থেকে ভিজিটর করবেন তখন গুগল AdSense ভারতের
বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখাবে।
বিদায়ী কথাঃ উপরের বিশেষ গুনের কারনে গুগল AdSense
বিজ্ঞাপন দাতা এবং পাবলিশারদের মন জয় করে নিয়ে
সাবার শীর্ষে অবস্থান করছে। কারণ এলাকা ভিত্তিক
বিজ্ঞাপন শো করার কারনে বিজ্ঞাপন দাতাদের
বিশেষ সুবিধা হয়। অন্যদিকে যারা ব্লগে বিজ্ঞাপন
প্রদর্শন করেন তাদের সাইটে কোন প্রকার লোড টাইমের
প্রভাব না করার কারনে তারাও পছন্দ করে। তাছাড়াও
গুগল AdSense হতে উপার্জিত টাকা বিশ্বস্তাতার সাথে
পরিশোধ করার কারনে সকল ধরনের বিজ্ঞাপনী সংস্থার
শীর্ষে রয়েছে। আপনিও ইচ্ছে করলে খুবই সহজে গুগল
AdSense থেকে টাকা উপার্জন করতে পারবেন।

SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment